শ্রাবণের কবিতা
গান গাইছে আমনের বীজতলা
এবার শ্রাবণ ভাল
রোদ আর বৃষ্টি মিশিয়ে দারুণ এক রেইন কোর্টে-এ বাইক
হাঁকাবো সোজা রেইন বো গ্যালারি
প্রণাম মনষ্ক বাঁশবাগান নত হচ্ছে
তার পাশে আমাদের ন্যাশনাল পার্লামেন্ট
ধানখেত, ডোবার জমানো জলে মুখ দেখে
রাষ্ট্রপতি হাসছেন
আলুচাষ
জমিতে ট্রাক্টর চলছে, এবার আলুর চাষ
একটু বেশিই হবে
শীতের বাদামী পাতা ঝরে যায়
পেট্রলিয়াম জেলি সবুজ পাতার ঠৌঁটে
আর মুখে কোল্ডক্রিম
সবজি খেতের থেকে রাজকুমারীর বাড়ি কতদূর?
আভাস ফোটে নি
পিপাসা ও শরবত বিষয়ক
পিপাসা এবারও শরবত বিক্রেতার সামনে
দাঁড় করিয়ে দিল
একটি কাঁচের গ্লাস, স্টিলের চামচ.. দ্রবণ ও
আশ্চার্য টিউনিং
দুপুর গড়িয়ে পরছে বিকেলের গায়ে
দ্রবভূত দিনের আলো
রাত্রির গ্লাসে কিছু অন্ধকার