১.We, the foolish people

VISPO-April-2020-Nayadashak-3


২. Scripts from the mountain

নির্জন আসতেই ঝুরো বরফ নয় ঝুরো বরফের মতো শব্দগুলি ভাঙ্গা ভাঙ্গা ঝরে পড়ে পাহাড়ে কিনারে। সময়ের কথা মনে করে তোমার আঙুলের ভারী হাওয়া তাদের ওড়ায় ঈষৎ দোল আনে। বোঝা যায়, এখন সময়ের কথা লিখতে গেলেই অটো কারেক্ট বার বার লিখে দেবে সাম্যের কথা। আর লক ডাউন বলেই তুমি ঠিক পার পেয়ে যাবে।

VISPO-2-April-2020-Nayadashak-3